ফসলের চাহিদা জানাতে যোগাযোগ : ০১৮০৪৩৮৯২৯২ | ০১৭৬২৫১১৮০১(হোয়াটস অ্যাপ)
Menu
প্রাকৃতিক কৃষি কেন্দ্র ও প্রাণ বৈচিত্র্য খামার
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামে প্রাকৃতিক কৃষি কেন্দ্র ও প্রাণ বৈচিত্র্য খামার রয়েছে। খামারটি কৃত্রিম রাসায়নিক সার , বিষ ও হরমোন মুক্ত, প্রাকৃতিক কৃষি গবেষণা, কৃষক- কৃষাণী শিক্ষণ, উৎপাদন ও বীজ সুরক্ষায় কাজ করে যাচ্ছে। খামারটিতে দ্বিতলা বাঁশের মাচং ঘর ও বন্যা সহনশীল বাড়ি নির্মাণ মডেল দেখানো হয়েছে। প্রাকৃতিক কৃষি কেন্দ্র সম্পূণ সৌর বিদ্যুৎএ চলে থাকে । শতাধিক দেশি জাতের ফসল , পাখি, মৌমাছি পোকামাকড়ে সমৃদ্ধ খামারটি প্রাণ বৈচিত্র্য সুরক্ষায় ভূমিকা রেখে চলেছে। খামারে মৌসুম ভিত্তিক উৎপাদিত সবজি ঢাকায় প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র বিক্রি করে থাকে।