ফসলের চাহিদা জানাতে যোগাযোগ : ০১৮০৪৩৮৯২৯২ | ০১৭৬২৫১১৮০১(হোয়াটস অ্যাপ)

প্রাযোগ

প্রান্তজনের সহজাত যোগাযোগ হাজার বছর ধরে সমাজকে সক্রিয় রেখেছে। প্রান্তজনের সেই যোগাযোগশক্তি খুঁজতে প্রান্তজনীয় যোগাযোগ গবেষণা কেন্দ্র (প্রাযোগ) এর প্রতিষ্ঠা। প্রান্তজনীয় যোগাযোগ সম্পর্কে প্রচলিত ধারণাগুলো মোকাবেলা ও নিজস্ব জ্ঞান অনুসন্ধানের মাধ্যমে বিদ্যমান যোগাযোগ মাধ্যম ও যোগাযোগ জ্ঞানকান্ডের প্রামাণ্যতা অনুসন্ধান করবে প্রাযোগ। মূল জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, ভাব, যোগাযোগ আত্তিকরণ ও চর্চার মাধ্যমে প্রাণ – প্রকৃতি সহায়ক এক সহজ সরল জীবনের আগ্রহ সৃষ্টির জন্যই গ্রুপটি বিশেষ ভূমিকা রাখার প্রত্যয়ে কাজ শুরু করেছে । গত ৫ থেকে ৬ হাজার বছর ধরে বংশ পরম্পরায় চর্চা ও অর্জিত জ্ঞান কর্ম আত্তিকরণ ও যোগ করার মাধ্যমে সব প্রাণের মঙ্গল কমনায় এই চর্চার মূলভাব। প্রাযোগ চর্চার বিকশে সহায়তা প্রয়োজন৤ প্রাযোগে যুক্ত হউন অথবা প্রাযোগকে যুক্ত করুন।
প্রাযোগের কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সহায়তা করতে চাইলে [email protected] ই-মেইল করুন অথবা ইনবক্সে আপনার ই-মেইল জানিয়ে আগ্রহের কথা জানান। আপনাকে বিস্তারিত জানানোর প্রত্যাশা রইল।